ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ১৫ মার্চ ২০১৮

শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ওমানের কাবোস কমেপ্লেক্স মাঠে এশিয়ান গেমস হকির বাছাই পর্বের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৩-২ গোলে  হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজরা।  জয়সূচক গোলটি করেছেন ফরোয়ার্ড মিলন হোসেন।

প্রথম বা দ্বিতীয় কোয়ার্টারে কোনও দল গোল করতে না পারলেও তৃতীয় কোয়ার্টারে শ্রীলঙ্কা এগিয়ে যায়। ৩৪ মিনিটে সুদুসিংঘে সান্দারুয়ানা আক্রমণ থেকে দলকে এগিয়ে নেন। শেষ কোয়ার্টারে ম্যাচ আরো জমে ওঠে খেলা। ৪৯ মিনিটে রোমান সরকার বাংলাদেশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন। দারুণ আক্রমণে ম্যাচে সমতা আনেন এই মিডফিল্ডার।

যদিও খেলার ৫১ মিনিটে শ্রীলঙ্কা ফের এগিয়ে যায়। রানাসিংহা ধামিকা পেনাল্টি স্ট্রোক থেকে ২-১ করেন। গোলরক্ষক অসীম গোপ তাকে রুখতে পারেননি। পরের মিনিটেই রোমান সরকার ২-২ গোলে আবারও সমতায় ফেরান দলকে। পেনাল্টি কর্নার থেকে আসে সমতাসূচক গোলটি।

খেলা যখন শেষ দিকে ঠিক তখনই চমক দেখায় বাংলাদেশ। ৫৮ মিনিটে মিলন হোসেন আক্রমণ থেকে জয়সূচক গোলটি করেন। আগামী ১৭ মার্চ হবে ফাইনাল।

 আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি