ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড

প্রকাশিত : ২৩:৫৪, ২৬ মার্চ ২০১৬ | আপডেট: ২৩:৫৪, ২৬ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

eng winটি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের লড়াইয়ে শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করলো ইংল্যান্ড। ইংলিশদের দেয়া ১৭২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৬১ রান তুলে ইনিংস শেষ হয় লঙ্কানদের। এরআগে, দিলির ফিরোজ শাহ কোটলায় টস হেরে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৭১ রান। দলের পক্ষে অপরাজিত থেকে সর্বোচ্চ ৬৬ রান করেন জস বাটলার। ৩৭ বলে ৮টি চার ও ২ টি ছক্কায় ক্যারিয়ারের চতুর্থ হাফ সেঞ্চুরি করেন এই ডান হাতি ব্যাটসম্যান। আর ওপেনার জেসন রয় করেন ৪২ রান। লঙ্কানদের হয়ে ২ উইকেট নেন জেফরি ভ্যান্ডারসে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি