ঢাকা, বৃহস্পতিবার   ০২ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে আত্মবিশ্বাসী বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৩, ৯ মার্চ ২০১৮

ভারতের কাছে হার দিয়ে নিদাহাস ট্রফি ত্রিদেশীয় টি-২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। আগামীকাল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। তবে লংকারদের বিপক্ষে পুরনো স্মৃতি সাহস যোগাচ্ছে বাংলাদেশকে।

এদিকে একটি জয় পেলে দলের চিত্র পাল্টে জাবে বলে মনে করেন মাহমুদুল্লাহ। তিনি জানান, ‘আমরা শুধু একটি মাত্র জয়ের অপেক্ষায় আছি। একটি জয় পেলেই অন্য এক বাংলাদেশকে দেখা যাবে।’

এর আগে কলম্বোর এই প্রেমাদাসা স্টেডিয়ামে গত এপ্রিলে দুই ম্যাচ সিরিজের শেষ ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছিলো বাংলাদেশ। ঐ স্মৃতি থেকে উজ্জীবিত হয়ে আগামীকাল মাঠে নামছে টাইগাররা। টুর্নামেন্টের দ্বিতীয় টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

গতকালের ম্যাচে ভারতের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে টাইগাররা। বাংলাদেশের করা ১৪০ রান ৮ বল হাতে রেখেই স্পর্শ করে ফেলে ভারত। ওপেনার শিখর ধাওয়ানের ৫৫ রান ভারতের জয়কে সহজ করে।

আগামীকাল শ্রীলংকার বিপক্ষেই সেই কাঙ্খিত জয় আসলে মন্দ হয় না। আগামীকালই এমন জয় প্রত্যাশা করতেই পারে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে জয়কে সঙ্গী করেই  মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, আবু হায়হার রনি, আবু জায়েদ রাহী, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান ও নাজমুল ইসলাম অপু।

শ্রীলংকা দল : দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, দাসুন শানাকা, কুসল পেরেরা, থিসারা পেরেরা, জীবন মেন্ডিজ, সুরাঙ্গা লাকমাল, ইসুরু উদানা, আকিলা ধনঞ্জয়া, আমিলা আপনসো, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা ও ধনঞ্জয়া ডি সিলভা।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি