ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

শ্রীলঙ্কার মাটিতে একই ব্যবধানে টেস্ট জিতলো পাকিস্তান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ২০ জুলাই ২০২৩

গেল বছরের এই দিনে গল-এ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। এরপর আন্তর্জাতিক অঙ্গনে ছয় টেস্ট খেলে কোন জয় পায়নি পাকিস্তান। অবশেষে এক বছর পর সেই শ্রীলঙ্কার বিপক্ষে গল’র ভেন্যুতেই জয়ের দেখা পেল সফরকারী পাকিস্তান। জয়ের ব্যবধানটাও সেই একই, ৪ উইকেটে। 

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

শ্রীলঙ্কার ছুঁড়ে দেয়া ১৩১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৪৮ রান করেছিল পাকিস্তান। গল টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন ৮৩ রান দরকার ছিল পাকিস্তানের। শ্রীলংকার প্রয়োজন ৭ ছিল উইকেট। 

আজ বৃহস্পতিবার ওপেনার ইমাম উল হক ২৫ ও অধিনায়ক বাবর আজম ৬ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেন। 

শেষ দিনের ষষ্ঠ ওভারে শ্রীলঙ্কা প্রথম সাফল্য এনে দেন আগের দিন ২ উইকেট নেয়া বাঁ-হাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ২৪ রানে বাবরকে থামান তিনি।

দলীয় ৭৯ রানে বাবর ফেরার পর উইকেটে ইমামের সঙ্গী হন প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ রান করা সৌদ শাকিল। শ্রীলঙ্কার বোলারদের শক্ত হাতে সামলে পঞ্চম উইকেটে ৫৫ বলে ৪৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

শাকিলকে ৩০ রানে আউট করে জুটি ভাঙ্গেন লঙ্কান অফ-স্পিনার রমেশ মেন্ডিস। শাকিল যখন ফিরেন তখন জয় থেকে মাত্রা ৯ রান দূরে পাকিস্তান।

শাকিল ফেরার ১৮ বল পর উইকেটরক্ষক সরফরাজ আহমেদকে ১ রানে জয়সুরিয়া শিকার করলে লড়াই অব্যাহত রাখে লঙ্কানরা। ওই সময় পাকিস্তানের দরকার ছিল ৪ রান। ওই ওভারের পঞ্চম ডেলিভারিতে ছক্কা মেরে শ্রীলঙ্কার আশাকে ভেস্তে দিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আগা সালমান।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানে অপরাজিত থাকেন ইমাম। ৮৪ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৬ রানে অপরাজিত থাকেন সালমান। শ্রীলঙ্কার জয়সুরিয়া ৫৬ রানে ৪ উইকেট নেন।

এই নিয়ে গলের ভেন্যুতে তৃতীয় জয়ের স্বাদ পেল পাকিস্তান। এ ভেন্যুতে সফরকারী দল হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডও পাকিস্তানের। সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে ষষ্ঠ জয় পাকিস্তান ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করলো।

প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে ম্যাচ সেরা হন পাকিস্তানের শাকিল। 

আগামী ২৪ জুলাই থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি