ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ষোড়শ সংশোধনী বাতিল রায়কে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছেন রিজভী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৩:৫৮, ৩ জুলাই ২০১৭

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া সর্বোচ্চ আদালতের রায়কে জনগণের বিজয় হিসেবে উল্লেখ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রায়ের ব্যাপারে প্রতিক্রিয়া জানান রিজভী। তিনি বলেন, সরকার বিচার বিভাগকে করায়ত্ত করার যে ষড়যন্ত্র করেছিলো, সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তে সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে। এই রায় বিচার বিভাগের স্বাধীনতা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে সহায়ক হবে বলেও জানান তিনি। উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে থাকলে চরম দলীয় কর্তৃত্বের প্রতিফলন ঘটতো বলেও মন্তব্য করেন রিজভী।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি