ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সংখ্যালঘু ভোটারদের টানতে ব্যস্ত ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের

প্রকাশিত : ১৯:৩২, ১২ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩২, ১২ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

us devনেভাদা ও সাউথ ক্যারোলাইনায় প্রার্থীতা নির্বাচনের আগের টেলিভিশন বিতর্কে সেখানকার সংখ্যালঘু ভোটারদের টানতে ব্যস্ত সময় গেছে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও বার্নি স্যান্ডার্সের। জরিপগুলো বলছে, এ দু’টি অঙ্গরাজ্যে সংখ্যালঘুরাই ফলাফল নির্ধারন করবেন। উইসকিনসনে পিবিসি টেলিভিশনের বিতর্কে বার্নি স্যান্ডার্সের স্বাস্থ্য নীতি ও বিনামূল্যে শিক্ষা নীতির সমালোচনা করে হিলারি বলেন, এমন প্রতিশ্র“তি বাস্তবায়ন সম্ভব নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে যুক্তরাষ্ট্রে বসবাসরত সংখ্যালঘুদের সমর্থনে কথা বলেন, উভয় প্রার্থী। এদিকে, যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা এরিমধ্যেই হিলারির প্রতি তাদের সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। বিতর্ক চলাকালীন ঘন্টায় ন্যূনতম ১৫ ডলার মজুরির দাবিতে মঞ্চের বাইরে বিক্ষোভ করেছে স্বল্প আয়ের মানুষেরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি