টুঙ্গিপাড়ায় আজ আ. লীগের যৌথ সভা
সংগঠনকে চাঙ্গা করতে আসছে দিকনির্দেশনা
প্রকাশিত : ০৮:৪০, ৭ জানুয়ারি ২০২৩
আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা আজ। শনিবার দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এই যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে শনিবার দুপুর ১২টায় আওয়ামী লীগের নবনির্বাচিত জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় দলের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন।
কর্মসূচির মধ্য রয়েছে শনিবার সকাল ৭টায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টার থেকে বাসযোগে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরু। সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ জেলার সার্কিট হাউজে উপস্থিতি। দুপুর ১২টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ সভাপতির নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। দুপুর ২টায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বিশেষ যৌথ সভা। সভা শেষে ঢাকার উদ্দেশে রওনা। উক্ত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।
আওয়ামী লীগের যৌথ সভাটি হচ্ছে গত ২৪ ডিসেম্বর দলের ২২তম জাতীয় সম্মেলনের মাধ্যমে গঠিত নতুন কমিটির প্রথম বৈঠক। বৈঠকে ৯টি আলোচ্যসূচি রয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম বৈঠকে নির্বাচনি গাইডলাইন দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দেশবিরোধী অপপ্রচার রোধ, বিএনপিসহ সরকারবিরোধীদের সম্ভাব্য আন্দোলন নিয়ে করণীয় কী—সে বার্তাও দেবেন তিনি। এক বছর কী কী করণীয়, বিরোধী পক্ষের আন্দোলন মোকাবিলায় আমাদের করণীয়সহ সাংগঠনিক দিকনির্দেশনা থাকবে ঐ বৈঠকে। বৈঠকে নির্বাচন সামনে রেখে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হতে পারে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তৃণমূলের সম্মেলন শেষ করা, সংগঠনকে চাঙ্গা করা, অভ্যন্তরীণ কোন্দল নিরসন করার তাগিদ দেবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
এসএ/
আরও পড়ুন