ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

সংঘবন্ধ খুনি চক্রের ৬ সদস্য গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১৪ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

হত্যা, গুম ও ছিনতাইয়ের একাধিক ঘটনায় জড়িত সংঘবন্ধ চক্রের ৬ জন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি।

শনিবার সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিবি প্রধান।

তিনি জানান, শুক্রবার মৌলবীবাজার, রাজনগর ও ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গত বছরের ডিসেম্বরের ৭ তারিখ মোস্তফা অটোরিক্সা চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর বাসায় ফেরেননি। পরে আশিয়ান সিটির একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মহদের উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগির পরিবার দক্ষিণ খান থানায় জিডি করেন। 

ওই জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামিদের গ্রেফতার করা হয় বলে জানান ডিবি প্রধান।

এএইচ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি