সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের মৃত্যুবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:৫২, ২৪ নভেম্বর ২০১৯
গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি ও দৈনিক সংবাদের প্রধান সম্পাদক আহমদুল কবিরের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের আজকের এই দিনে কলকাতার একটি হাসপাতালে তিনি মারা যান।
আহমদুল কবিরের ডাকনাম ছিল মনু মিয়া। রাজনৈতিক ও সাংবাদিকতা অঙ্গনের প্রতিভাদীপ্ত ব্যক্তিত্ব আহমদুল কবির নরসিংদী-২ আসন থেকে ১৯৭৯ ও ১৯৮৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৫৪ সালে সংবাদের ব্যবস্থাপনা পরিচালকের এবং ১৯৭২ সালে সম্পাদকের দায়িত্ব নেন। ২০০১ সালে আহমদুল কবির প্রধান সম্পাদক হন এবং আমৃত্যু এ দায়িত্ব পালন করেন।
আহমদুল কবির মনু মিয়া স্মৃতি সংসদের ঘোড়াশাল পৌর কমিটির সভাপতি সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম জানান, মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতি সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে আজ সকালে পলাশের ঘোড়াশালে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে স্মরণসভায় ১০৭ মেধাবী ও দুস্থ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
তার পরিবারের পক্ষে কাঙালিভোজ, ১০টি এতিমখানায় খাবার বিতরণ এবং বাদ আসর ১৪টি মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আহমদুল কবির সত্তরের দশকে গণতন্ত্রী পার্টি প্রতিষ্ঠা করেন।
এসএ/