সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, রিটের রায় মঙ্গলবার
প্রকাশিত : ২২:৩০, ১৬ ডিসেম্বর ২০২৪

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে করা রিটের বিষয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রায় দেয়া হবে।
আলোচিত এই রিটের ওপর রায় দেবেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায়ের হাইকোর্ট বেঞ্চ। কার্যতালিকার এক ও দুই নাম্বারে রয়েছে এটি।
গত ১৮ আগস্ট এ বিষয়ে রিট দায়ের করেন সুজন সম্পাদক ও নির্বাচন কমিশন সংস্কার প্রধান বদিউল আলম মজুমদার। পরে এই রিটের অন্তর্ভুক্ত হয় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন ব্যক্তি। এ ছাড়া তত্ত্বাবধায়ক বাতিল চেয়ে পরে আরও একটি রিট দায়ের হয়।
এর ফলে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ নয় তা জানতে রুল জারি করে হাইকোর্ট। ওই রুলের ওপর ১১ কার্যদিবস শুনানি শেষে এই রায়ের দিন নির্ধারণ করেন আদালত।
সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের মাস দেড়েকের মধ্যেই ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় পঞ্চদশ সংশোধনী। এই সংশোধনীতে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা করা, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পাশাপাশি জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। এ ছাড়া গুরুত্বপূর্ণ বেশ কিছু সংশোধনী আনা হয়।
এসএস//
আরও পড়ুন