ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংযমের মাসে কী করবেন, কী করবেন না

প্রকাশিত : ১৬:৪৩, ১৭ মে ২০১৯

Ekushey Television Ltd.

কম খাবেন, কম কথা বলবেন, মৌন থাকবেন এটাই সংযম। জীবনের প্রতিটি ক্ষেত্রে সংযম প্রদর্শন করা মানবজাতির কর্তব্য।

রমজানে টিভি দেখা ও মোবাইলের অতি ব্যবহার সংক্ষিপ্ত করি। ভূরিভোজ পরিহার করি। গীবত, দুর্ব্যবহার, উত্তেজনার পথে না যাই। অতিরিক্ত কেনাকাটা থেকে বিরত থাকি। ওজনে কম দেয়া বা প্রতারণা না করি।

কম খেলে গরীবের কষ্ট অনুভব হবে, শরীর ভালো থাকবে। কম কথা পাপ থেকে দূরে রাখে। মৌনতা ধৈর্য্য শক্তি বাড়ায়, দেহ ও মনকে প্রশান্তি দেয়।

যে কাজগুলো বেশি বেশি করতে হবে- কুরআন পড়তে হবে অর্থ বুঝে, সালামের চর্চা সর্বত্র ছড়িয়ে দিতে হবে, ধৈর্য্য ও সহনশীলতার পরিচয় দিতে হবে, অহঙ্কার পরিহার করতে হবে এবং দান-সদগায় মনোযোগী হতে হবে।

কুরআন পূর্ণাঙ্গ জীবন বিধান। এই আলোকে জীবন গড়তে হবে। সালাম অন্যের জন্য দোয়া কামনা, নিজের জন্য পূণ্য বয়ে আনে। ধৈর্য্য ও সহনশীলতা উত্তম মানুষের গুণাবলী।  অহঙ্কার সব অর্জনকে ধ্বংস করে দেয়। দান-সদগাহ নিজের সম্পদকে বহু গুণে বৃদ্ধি করে।

এএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি