ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সংসদে যাচ্ছেন দুই জোড়া জামাই শ্বশুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৬:৪৯, ২ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন বেশ কয়েকজন জামাই ও শ্বশুর। এর মধ্যে পৃথক চারটি আসন থেকে জয় পেয়েছেন দুই জোড়া জামাই-শ্বশুর। মহাজোটের শরিক হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব (মেজর অব.) এম এ মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।    

অন্যদিকে মহাজোটের সমর্থনে পিরোজপুর-২ আসন থেকে অংশ নিয়েছিলেন জাতীয় পার্টি (জেপি)’র নেতা আনোয়ার হোসেন মঞ্জু। তাঁর মেয়ের জামাই মজিবুর রহমান চৌধুরী নিক্সন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফরিদপুর-২ আসনে। এই চারজন প্রার্থীই বিপুল ব্যবধানে জয় পেয়েছেন।   

মুন্সীগঞ্জ-১ আসনে মহাজোট থেকে নৌকা প্রতীকে ২ লাখ ৮৬ হাজার ৬৮১ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাহী বি চৌধুরী। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শাহ মোয়াজ্জেম হোসেন পেয়েছেন ৪৪ হাজার ৮৮৭ ভোট।   

লক্ষ্মীপুর-৪ আসনে ১ লাখ ৮৩ হাজার ৯০৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মাহী বি চৌধুরীর শ্বশুর এমএ মান্নান। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষস্থানীয় নেতা জেএসডি সভাপতি আ স ম আবদুর রবকে হারিয়েছেন তিনি।

পিরোজপুর-২ আসনে বিএনপির মুস্তাফিজুর রহমানকে হারিয়েছেন জেপি’র আনোয়ার হোসেন মঞ্জু। মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৪২৫ ভোট। আর মুস্তাফিজুর রহমান পেয়েছেন মাত্র ৬ হাজার ৩২৬ ভোট।

আনোয়ার হোসেন মঞ্জু’র মেয়ের জামাই নিক্সন চৌধুরী ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করেছেন। বঙ্গবন্ধু পরিবারের সদস্য নিক্সন চৌধুরী স্বতন্ত্রভাবে নির্বাচন করে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ভোট। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী কাজী জাফর উল্লাহ পেয়েছেন ৯৫ হাজার ৩৬৩ ভোট।      

আআ/এসি  
     


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি