ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেবে জাপা   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৭, ৬ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারতিনি বলেছেন, এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সৎ, যোগ্য, স্বচ্ছল প্রার্থীর পাশাপাশি ছাত্রনেতাদের বিশেষ গুরুত্ব দেওয়া হবেএদিকে জাতীয় পার্টির এককভাবে নির্বাচন করার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন নির্বাচন বিশ্লেষকরা

বর্তমান সংসদে ৬ জন সংরক্ষিত নারী সদস্য এবং সম্প্রতি গাইবান্ধা-১ আসনের উপনির্বাচনে জয়ী হওয়া সদস্যসহ মোট ৪২টি আসন রয়েছে জাতীয় পার্টির।   

একজন মন্ত্রী ও দুইজন প্রতিমন্ত্রী নিয়ে সরকারে থেকে একইসঙ্গে সংসদে বিরোধী দলেও রয়েছে জাতীয় পার্টি। দলের দ্বৈত ভূমিকার ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব বললেন, দলের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু দেশ ও জাতির স্বার্থে একযোগে কাজ করতে হবে। 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ আসনেই প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে জাতীয় পার্টি। সৎ, জনপ্রিয়, আর্থিকভাবে স্বচ্ছল এবং পরীক্ষিত ছাত্রনেতাদের প্রাধান্য দিয়ে প্রার্থী বাছাই করা হবে বলেও জানান পার্টির মহাসচিব।

এদিকে দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অংশগ্রহণ সময়োপযোগী সিদ্ধান্ত বলে মনে করেন বিশ্লেষকরা।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু ধারার রাজনীতি চর্চার জন্য সব দলের প্রতি আহবান জানিয়েছেন নির্বাচন বিশ্লেষক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ।

আর/এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি