সংস্কারের অভাবে বেহাল দশা গাজীপুরের সড়কের
প্রকাশিত : ১০:১৮, ১৬ জুন ২০১৬ | আপডেট: ১০:১৮, ১৬ জুন ২০১৬
সংস্কারের অভাবে বেহাল দশা গাজীপুরের রাজেন্দ্রপুর থেকে ভাওয়াল মির্জাপুর সড়কটির। সড়কের অধিকাংশই ভাঙ্গাচোরা ও খানাখন্দে ভরা। এতে সীমাহীন দুর্ভোগে এলাকাবাসী ও শিল্পকারখানার শ্রমিকরা। রাস্তার দুরাবস্থার জন্য কারখানায় আসতে চান না বিদেশী ক্রেতারাও। তবে সড়ক সংস্কারে শিগগিরই ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর।
রাজেন্দ্রপুর থেকে বাংলাবাজার হয়ে ভাওয়াল মির্জাপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার সড়কের অধিকাংশই ভাঙ্গাচোরা ও খানাখন্দে ভরা। এতে চরম দুর্ভোগে এলাকাবাসী ও অর্ধশত শিল্প কারখানার কয়েক লাখ শ্রমিক।
ভাঙ্গাচোরা সড়কে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনাসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন।
এ এলাকায় প্রচুর আধুনিক শিল্পকারখানা থাকলেও শুধুমাত্র রাস্তা সংস্কারের অভাবে সময়মতো দেশি-বিদেশী ক্রেতাদের অর্ডার সরবরাহ করতে না পারায় বিপাকে শিল্প মালিকরাও।
তবে সড়ক সংস্কারে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা।
আরও পড়ুন