ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সংস্কার ও রক্ষণাবেক্ষনের অভাবে চলাচলের অনুপযোগী ময়মনসিংহের সড়ক

প্রকাশিত : ১০:১২, ২৯ জুলাই ২০১৬ | আপডেট: ১০:১২, ২৯ জুলাই ২০১৬

সংস্কার ও রক্ষণাবেক্ষনের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে ময়মনসিংহের জিরো পয়েন্ট থেকে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত সড়কটি। যানচালক ও স্থানীয়দের অভিযোগ নিম্মমানের কাজের কারণে সড়কটি এখন মরণফাঁদ। ময়মনসিংহের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে পাটগুদাম ব্রিজ ও চায়নামোড় হয়ে শম্ভুগঞ্জ বাজার পর্যন্ত সিংহভাগ সড়কের এরকম বেহাল দশা। কয়েক দিনের বৃষ্টিতে দু’পাশ থেকে মাটি সরে ও অসংখ্য গর্ত সৃষ্টি হয়ে সড়কটি এখন প্রায় নালায় পরিণত হয়েছে। যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন চালকরা। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে সংস্কার কাজ হলেও তা নিম্নমানের হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তা ভেঙ্গে যাচ্চে। এতে সাধারন মানুষ পড়েছেন চরম দুর্ভোগে। এদিকে সড়কের বেহাল দশার কথা স্বীকার করে সড়কটি দ্রুত মেরামতের আশ্বাস দিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা। তবে শুধু আশ্বাস নয়, সড়ক সংস্কার করে জনসাধারনের দুর্ভোগ লাঘবের উদ্যোগ দেখতে চায় সাধারন মানুষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি