ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সঙ্গিতশিল্পী শাফিনের জানাজা গুলশানে, দাফন হবে বনানীতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২২, ৩০ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় এসে পৌঁছেছে ব্যান্ড তারকা শাফিন আহমেদের মরদেহ। আজ মঙ্গলবার বাদ জোহর গুলশানের আজাদ মসজিদে হবে তার দ্বিতীয় জানাজা। এরপর বনানী কবরস্থানে শাফিন আহমেদকে দাফন করা হবে, যেখানে শায়িত আছেন তাঁর বাবা সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত এবং মা কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগম। 

এর আগে ভার্জিনিয়ার একটি মসজিদে গত শুক্রবার জুমার নামাজের পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন শাফিন আহমেদের স্ত্রী ডা. রুমানা দৌলা।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাফিন আহমেদের আত্মার মাগফিরাত কামনায় কুলখানি হবে আগামী ২ আগস্ট শুক্রবার জুমার নামাজের পর বনানী কবরস্থানের পাশে গুলশান কমিউনিটি মসজিদে।

শাফিন আহমেদের পরিবার ও প্রিয়জনরা সবার কাছে তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন।

৯ জুলাই যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্ট করতে ঢাকা ছেড়েছিলেন শাফিন আহমেদ। ২০ জুলাই ভার্জিনিয়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তাঁর সফরের দ্বিতীয় কনসার্ট। কিন্তু সেই কনসার্ট শুরুর আগে অসুস্থ বোধ করেন তিনি। স্থগিত করে দেওয়া হয় কনসার্ট। 

শারীরিক অবস্থার অবনতি হলে সেদিন রাতেই ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে আর ফেরা হয়নি তাঁর। দুই দিন লাইফ সাপোর্টে থাকার পর ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ১০ মিনিটে মারা যান তিনি। এসময় তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের কণ্ঠে জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘চাঁদ তারা সূর্য’, ‘জ্বালা জ্বালা জ্বালা’, ‘ফিরিয়ে দাও’, ‘ফিরে এলে না’, ‘আজ জন্মদিন তোমার’ ‘জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন’ প্রভৃতি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি