ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সচিবালয়ে আগুনের ঘটনায় হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদের পোস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৩, ২৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ০৯:২৯, ২৬ ডিসেম্বর ২০২৪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া বলেছেন, সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে কেউ জড়িত থাকলে তাদের ছাড় দেওয়া হবে না। 

বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্ট এই হুঁশিয়ারি দেন তিনি। পোস্টে আসিফ মাহমুদ সচিবালয় আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আশঙ্কার কথাও জানান। আগুনের ঘটনায় তিনি গভীর উদ্বেগ জানান।

পোস্টে আসিফ মাহমুদ লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থলোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি।

আরও লেখেন, আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকুক তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না।

এই মুহূর্তে নীলফামারিতে আছেন তিনি, যত দ্রুত সম্ভব ঢাকা ফেরত আসার কথাও জানান এই উপদেষ্টা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি