সচিবালয়ের ফাঁকা কক্ষেও চলছে ফ্যান-এসি, জ্বলছে লাইট (ভিডিও)
প্রকাশিত : ২১:২২, ১৯ জুলাই ২০২২ | আপডেট: ২১:২৫, ১৯ জুলাই ২০২২
বিশ্বব্যাপী জ্বালানী সঙ্কটের মুখে সরকারি নীতি যখন বিদ্যুৎ সাশ্রয়, তখন সেই নীতি থেকে যোজন যোজন দূরে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। বিভিন্ন কক্ষে কর্মকর্তা-কর্মচারী না থাকলেও চলছে ফ্যান লাইট, এসি সবই। সভাকক্ষে কোনো সভা নেই তারপরও সবকিছু সচল। এমনকি তালা বন্ধ কক্ষেও জ্বলছে লাইট, ঘুরছে ফ্যান।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যখন দেশে দেশে জ্বালানী সঙ্কট, তখন বিদ্যুৎ সাশ্রয়ের নীতিতে হাঁটছে বাংলাদেশ।
সরকারি ঘোষণার পরদিনও সচিবালয়ের চিত্র একেবারেই অন্যরকম। দিনের উজ্জ্বল আলোর মধ্যেও জ্বলছে দেয়ালের লাইটগুলো।
ভিতরের চিত্রেও নেই মিতব্যায়িতার কোনো লক্ষণ। গণপূর্তের একজন উপসহকারী প্রকৌশলীর কক্ষে দেখা যায়, বাইরে থেকে তালা মারা। অথচ ভিতরে চলছে ফ্যান-লাইট সবকিছুই। কর্মচারীদের কাছ থেকে জানা গেল- অন্তত আধা ঘণ্টা আগে বের হয়েছেন এই কর্মকর্তা।
তার পাশের কয়েকটি কক্ষের চিত্রও একই রকম। কক্ষে কেউ নেই কিন্তু লাইট, ফ্যান সবই সচল।
এবার দেখার পালা অন্য একটি ভবন। এখানেও তালা ঝুলছে কিন্তু ভিতরে লাইট-ফ্যান সবই চালু। এই কক্ষের কর্মকর্তা গেছেন অন্য কক্ষে।
খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোনও সভা নেই, তারপরও জ্বলছে লাইট, চলছে এসি।
সচিবালয়ের বিদুৎ দেখভালের দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে কর্মকর্তা না থাকলেও অপচয় যথেচ্ছা। এই একটি কক্ষেই আছে ২৭টি লাইট।
অর্থ মন্ত্রণালয়ের নতুন ভবনসহ গোটা সচিবালয়ে রয়েছে প্রায় ৭ হাজার টন এসি। মাসে বিল আসে ১ কোটি টাকারও বেশী।
এনএস//
আরও পড়ুন