ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সচিবালয় থেকে গ্রেপ্তার ২৬ জনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৩, ২৪ অক্টোবর ২০২৪

Ekushey Television Ltd.

এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা ২৬ জনই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৪ অক্টেবর) সন্ধ্যায় ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

গতকাল বুধবার(২৩ অক্টোবর) বিকাল আনুমানিক সাড়ে তিনটার সময় গ্রেপ্তারকৃতরাসহ অজ্ঞাতনামা আরো ৬০/৭০ জন উচ্ছৃঙ্খল যুবক জোরপূর্বক বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করে।

তারা সম্প্রতি প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফল বাতিলের দাবিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরপূর্বক প্রবেশ করে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতা চালায়।

পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে সরকারি কাজে বাধার সৃষ্টি করে এবং সরকারি স্থাপনা ভাঙচুর করে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধন করে বলেও জানানো হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও সচিবালয়ে নিরাপত্তার স্বার্থে পুলিশ ঘটনাস্থল থেকে ৫৪ জনকে আটক করে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২৮ জনকে মুচলেকা গ্রহণপূর্বক তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়। 

আটক বাকি ২৬ জন হলো- ১। মো. জহিরুল ইসলাম (২০), ২। মো. ফয়সাল হাসান (২১), ৩। মো. রায়হান হোসেন (২১), ৪। মো. রুবেল আহম্মেদ (১৮), ৫। মো. রিয়াদ মাহমুদ (২১), ৬। মো. মেজবাউল রহমান মিল্লাদ (১৮), ৭। মো. মেহেদী হাসান (১৮), ৮। মো. সোয়ান (২১), ৯। মো. ইমরান হোসেন আরমান (১৮), ১০। মো. মেহেদী হাসান অন্তর (১৯), ১১। মো. সাগর (১৮), ১২। মো. রোহান (১৮), ১৩। মো. শাহারিয়ার হোসেন সোয়াদ (১৮), ১৪। মো. আহাদ মোল্লা (২২), ১৫। মো. সোহান (১৮), ১৬। মো. মাসনুন (১৮), ১৭। মো. নাঈম (১৮), ১৮। মো. ইমাম হাসান (১৮), ১৯। মো. শাকিল (১৮), ২০। মো. সেলিম (১৮), ২১। মো. সাকলাইন মুস্তাক (১৮), ২২। মো. হানজালাল (২২), ২৩। মো. মশিউর রহমান (১৮), ২৪। মো. প্রান্তিক (১৮), ২৫। মো. তাছিম রহমান (১৮) ও ২৬। মো. রবিন মিয়া (১৮)।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি