ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সঞ্জয় মাঞ্জরেকারের জন্মদিন আজ

প্রকাশিত : ০৯:১৪, ১২ জুলাই ২০১৯

ভারতীয় সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকারের জন্মদিন আজ। তিনি ১৯৬৫ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। সঞ্জয় একজন ডান হাতি মিডিল অর্ডার ব্যাটসম্যান হিসেবে ১৯৮৭ থেকে ১৯৯৬ পর্যন্ত ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন।

তার বাবা বিজয় লক্ষ্মণ মাঞ্জরেকার। বোম্বে এলাকায় জন্মগ্রহণকারী এই মানুষটি ভারতীয় দলের আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৫১ থেকে ১৯৬৫ সময়কালে ভারত দলের পক্ষে ৫৫ টেস্টে অংশগ্রহণ করেছেন বিজয় মাঞ্জরেকার। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও দলের প্রয়োজনে ডানহাতে অফ-ব্রেক বোলিং করতেন। ছোটখাটো গড়নের অধিকারী ছিলেন তিনি। কাটার ও হুকের সাহায্যে ব্যাটিংকালে রানের ফুলঝুরি ঝরাতেন।

সঞ্জয় মাঞ্জরেকারের টেস্ট অভিষেক ঘটে ২৫ নভেম্বর ১৯৮৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। আর শেষ টেস্ট ২০ নভেম্বর ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তার ওডিআই অভিষেক হয় ৫ জানুয়ারী ১৯৮৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। শেষ ওডিআই হয় ৬ নভেম্বর ১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি