ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সত্যি হল আশঙ্কাটাই!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৭, ২৭ ডিসেম্বর ২০২১ | আপডেট: ১৮:৪৯, ২৭ ডিসেম্বর ২০২১

শেষমেশ সত্যি হল আশঙ্কাটাই। পূর্বাভাষ মতোই সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে দফায় দফায় বৃষ্টি নামে। ফলে শুরুই করা যায়নি দ্বিতীয় দিনের খেলা। অর্থাৎ একটা বলও মাঠে গড়ায়নি এদিন। পরিস্থিতি খেলার অনুকূল নয়- বুঝেই দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্তি ঘোষণা করেন আম্পায়াররা। 

সেইসঙ্গে ম্যাচের বাকি দিনগুলোর প্রতিদিনের শেষে সময় বাড়িয়ে চালানো হবে খেলা। যাতে নষ্ট হওয়া ওভারের ঘাটতি কিছুটা হলেও পুষিয়ে নেয়া যায়।

এর আগে রোববার শুরু হওয়া টেস্টের প্রথম দিনের শেষে সুবিধাজনক অবস্থানেই আছে টিম ইন্ডিয়া। নির্ধারিত ৯০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৭২ রান তুলেছে কোহলির দল। 

দলের পক্ষে শতক হাঁকিয়ে ওপেনার লোকেশ রাহুল ১৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৪৮ বলে ১২২ রান করে অপরাজিত আছেন। সঙ্গী আজিঙ্কা রাহানে আছেন ৮টি বাউন্ডারির সাহায্যে ৮১ বলে ৪০ রান করে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেটই নিয়েছেন লুঙ্গি এনগিদি।

ভারতীয় একাদশ
লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋষভ পণ্ট (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জাসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকা একাদশ
ডিন এলগার (অধিনায়ক), এইডেম মার্করাম, কিগান পিটারসেন, রাসি ফন ডার ডুসেন, তেম্বা বাভুমা, কুইন্টন ডি'কক (উইকেটকিপার), উইয়ান মাল্ডার, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি