ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

সনি-আইরিনকে নিয়ে ‘তোলপাড়’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩২, ২৩ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ২২:৩৬, ২৩ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

‘তোলপাড়’  চলচ্চিত্রের জন্য চূড়ান্ত হলেন চিত্রনায়িকা আইরিন সনি রহমান মিজান আফসারির পরিচালনায় এই চলচ্চিত্রে প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করতে যাচ্ছেন তারা

এ প্রসঙ্গে তোলপাড় এর পরিচালক মিজান আফসারি বলেন, আমরা ইতিমধ্যে ছবির জন্য লোকেশন ঠিক করেছি। প্রথম ধাপে নতুন বছরের প্রথম দিন এফডিসিতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তোলপাড় এর শ্যুটিং শুরু করবো।   

তিনি বলেন, এটি একটি এ্যাকশন ঘরানার ছবি। চিত্রনায়িকা আইরিন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি তার অভিনয় দেখেছি। সে অনেক ভালো অভিনয় করে। আর সনি রহমানের প্রতিও আমি যথেষ্ট আত্ববিশ্বাসী। আমার আরেকটি ছবি রাগীতে সে অভিনয় করেছে। কাজের প্রতি তার প্রচন্ড আগ্রহ রয়েছে। আশা করি তারা ভালো করবে।

সনি রহমান বলেন, আমি অসংখ্যা নাটকে অভিনয় করেছি। এখন চলচ্চিত্রে কাজ করছি। অভিনয়ই আমার ধ্যান জ্ঞান। চলচ্চিত্রে এর আগে আমি খল চরিত্রে অভিনয় করেছি। এবার নায়ক চরিত্রে কাজ করতে যাচ্ছি। চেষ্টা করবো দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার।  

‘তোলপাড়’ চলচ্চিত্রটির প্রযোজনায় রয়েছে সুইট ড্রিম ও সিএমসি মাল্টিমিডিয়া। ইতিমধ্যে ছবিটির অন্যান্য কলাকুশলীও চূড়ান্ত করা হয়েছে। গান রেকডিং এর মধ্য দিয়ে ছবিটির কার্যক্রম শুরু হলেও আনুষ্ঠানিকভাবে ২০১৮ সালের পহেলা জানুয়ারী এফডিসিতে এর শ্যুটিং শুরু হবে। এরপর একটানা শ্যুটিং চলবে বান্দরবানের মনোরম লোকেশনে।        

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি