ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সনের হ্যাটট্রিকে লেস্টারকে উড়িয়ে দ্বিতীয় স্থানে টটেনহ্যাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫১, ১৮ সেপ্টেম্বর ২০২২

ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির বিপক্ষে মাঠে নেমে মাত্র ১৩ মিনিটেই হ্যাটট্রিক পূর্ণ করেন সন হিউং-মিন। শুরুতে পিছিয়ে পড়লেও সনের এমন নৈপুণ্যের দিনে বড় জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে টটেনহ্যাম।

শনিবার নিজেদের মাঠে লেস্টার সিটিকে ৬-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে টটেনহ্যাম। প্রথমার্ধে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচের দ্বিতীয়ার্ধে দারুণ এক হ্যাটট্রিক করে দলের বড় জয় নিশ্চিত করেন সন হিউং-মিন।

হটস্পার স্টেডিয়ামে এদিন ম্যাচের ৬ মিনিটেই লিড নেয় লেস্টার। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন ইয়েরি তিয়েলেমানস। তবে এই লিড তারা ধরে রাখতে পারে মাত্র ২ মিনিট।

শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচে ফিরতে সময় নেয়নি অ্যান্তনিয় কন্তের শিষ্যরা। ৮ মিনিটে হ্যারি কেইনের গোলে সমতায় ফেরার পর ২১ মিনিটে দলকে এগিয়ে নেন এরিক দায়ার। 

৪১তম মিনিটে লেস্টারকে সমতায় ফেরান জেমস মেডিসন। প্রথমার্ধে ২-২ সমতা নিয়ে বিরতিতে যায় দুদল।

বিরতির পর লড়াই করতে পারেনি সফরকারীরা। ৪৭তম মিনিটে রদ্রিগো বেন্টানকুর গোলে এগিয়ে যায় টটেনহ্যাম।

এদিন বেঞ্চে থাকা সন হিউং-মিন মাঠে নামেন ৫৯তম মিনিটে। লিগের আগের ছয় ম্যাচে একবারও জালের দেখা না পাওয়া এই দক্ষিণ কোরিয়া আজ যেন প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করে দিতেই নেমেছিলেন। বদলি নেমে মাত্র ১৩ মিনিটের ঝড়ে গুড়িয়ে দিয়েছেন ফক্সদের।

৭৩তম মিনিটে এই তাণ্ডবের সূচনা করেন তিনি। লেস্টারের সীমানায় বল পেয়ে সামনে থাকা দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে ডি-বক্সের কোনা থেকে বাঁকানো শটে মৌসুমের প্রথম গোল করেন এই দক্ষিণ কোরিয়ান। 

১১ মিনিট পর ফের ব্যবধান বাড়ান সন। এবার হ্যারি কেইনের পাস প্রথম টাচে নিয়ন্ত্রণে নিয়ে বাঁকানো শটে জালে পাঠান বল। এতে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় স্পাররা।

এর ঠিক দুই মিনিট পরই হ্যাটট্রিক পূর্ণ করেন সন। এমিল হজেবার্গের ডিফেন্সচেরা পাস নিয়ন্ত্রণে নিয়ে ওয়ান টু ওয়ানে পরাস্ত করেন গোলরক্ষককে।

৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে টটেনহ্যাম। ম্যানসিটির সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে কন্তের দল। অন্যদিকে সাত ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে লেস্টার সিটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি