ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্তানদের নিয়ে পৃথিবীতে আরও বেঁচে থাকতে চান হুরে জান্নাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১৪ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হুরে জান্নাত পেশায় একজন শিক্ষক। স্বামীও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দীন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পড়াশোনা শেষে জসিম শিক্ষকতা পেশা বেছে নেন। জীবনে জড়ান হুরে জান্নাতকে।

টোনাটুনির সংসারে আসে তাদের দুটি সন্তান। এ নিয়ে ভালোই চলছিল তাদের। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাত। তাকে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়। দীর্ঘ চিকিৎসার পর চিকিৎসকদের পরামর্শে তাকে ভারতের তামিল নাড়ুর সিএমসি হাসপাতালে স্থানান্তর করা হয়।

বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে জান্নাতের। চিকিৎকরা অবিলম্বে সার্জারির পরামর্শ দেন এবং আগামী ২২ জানুয়ারি সার্জারির সময় নির্ধারণ করেন। সার্জারির পর কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদি চিকিৎসা প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।

জসিম জানান, স্ত্রীর সার্জারির জন্য ১০ লাখ ও পরবর্তী চিকিৎসায় কেমোথেরাপিসহ আরও ২৫ লাখের (মোট ৩৫ লাখ) মতো ব্যয় হবে। ইতোমধ্যে তার সঞ্চয় ও ধার-দেনা করে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় করেছেন।

এই মুহূর্তে চিকিৎসা চালানোর মতো আর্থিক সামর্থ্য নেই জসিমের। কিন্তু পাঁচ ও দেড় বছরের দুই বাচ্চা ও স্বামীকে নিয়ে আরও দীর্ঘদিন পৃথিবীতে বেঁচে থাকতে চান জান্নাত। মায়ের স্নেহে, বুকে আগলে সন্তানদের বড় করতে চান তিনি।

এই ছোট্ট স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সমাজের আপামর মানুষের দিকে তাকিয়ে আছেন জসিম ও জান্নাত দম্পতি। আপনাদের ছোট্ট ছোট্ট সহায়তায় একজন মা তার বুকে আগলে সন্তানদের বড় করার স্বপ্নটি বাস্তব করতে পারবেন।

জান্নাতকে সহায়তার জন্য নিচের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো যাবে।

Bkash/Nagad/Rocket: 01813166385 (Md. Jashim Uddin)
 
Bkash/Nagad 01518328440 (HORE JANNAT, SPOUSE)

/আআ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি