ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

‘সন্তানের মুখ শুঁকে মাদকের গন্ধ বুঝতে হবে’

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৫, ৮ আগস্ট ২০১৯

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ লোকমান হোসেন মিয়া বলেছেন, ডেঙ্গুর থেকেও ভয়াবহ মাদক। তাই মাদককে নির্মূল করতে সকলকে এক যোগে কাজ করতে হবে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, নিজের আদরের সন্তান কোথায় যায়, কি করে- সে দিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে সন্তান ঘুমালে তার মুখের কাছে নাক নিয়ে দেখতে হবে মুখ থেকে কোন মাদকের গন্ধ আসে কি-না। এসব বিষয় মাথায় রেখে অভিভাবকদের তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান।

ক্ষতিপূরণের চেক হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্থ জমির মালিকদের ক্ষতিপূরণের চেক আনুষ্ঠানিকভাবে প্রদান করায় কোন প্রকার অবৈধ টাকা গ্রহণের সুযোগ থাকছে না। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। 

তাছাড়া যাতে ক্ষতিগ্রস্থরা সহজে কোন হয়রানি ছাড়াই তাদের ক্ষতিপূরণের টাকা পেতে পারে, সে জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোঃ মোজাম্মেল হোসেন, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, ক্ষতিপূরণ প্রাপ্ত মনি মল্লিক, ডলি বেগম প্রমুখ।

এনএস/আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি