ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সন্দ্বীপের উন্নয়ন অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: মিতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:১৩, ৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মিতার পক্ষে ‘সন্দ্বীপ নিয়ে ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সন্দ্বীপের উন্নয়ন অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মাহফুজুর রহমান মিতা।

শনিবার বিকেল ৪টায় ঢাকাস্থ সন্দ্বীপবাসীর উদ্যোগে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অডিটোরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাংসদ মাহফুজুর রহমান মিতা। এতে সভাপতিত্ব করেন ঢাকাস্থ সন্দ্বীপবাসীর আহবায়ক মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলু।

বিশেষ অতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা হেদায়েতুল ইসলাম মিন্টু, সাবেক সচিব কবি  আসাদ মান্নান, প্রকৌশলী আব্দুল হান্নান খান, রুপালী লাইফ ইন্সিওরেন্স লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমগীর, অনুষ্ঠান প্রস্তুতি কমিটির সদস্য সচিব শাহনাওয়াজ মাহমুদ লাভলু।

প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান মিতা বলেন, ‘মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি জননেত্রি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সারাদেশে ব্যাপক পরিমাণ উন্নয়ন সাধন করেছে। তারই ধারাবাহিকতায় দ্বীপ উপজেলা সন্দ্বীপে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সন্দ্বীপবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বিদ্যুৎ সুবিধা পেয়েছে। এছাড়া স্বাস্থ্য,শিক্ষা,যোগাযোগখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। আগামীতেও এই সরকার যদি ক্ষমতায় আসে সন্দ্বীপের মানুষের আর কোন দুর্ভোগ থাকবে না। নির্বাচনের পর আপনাদের মতামতের ভিত্তিতে সোনার সন্দ্বীপ গড়ে তোলা হবে।

বক্তাদের দাবির প্রেক্ষিতে সাংসদ মিতা দৃঢ়তার সাথে বলেন,‘এবার নির্বাচিত হওয়ার পর সন্দ্বীপকে মাদকমুক্ত করা হবে।’
তিনি বলেন, সন্দ্বীপে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামি ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করতে হবে। তাই আসুন সবাইকে নিজ জন্মস্থানের উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন।’

সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত সন্দ্বীপে জন্ম নেওয়া আমলাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উন্নয়নের ক্ষেত্রে আমাকে সব কাজে সন্দ্বীপের আমলারা আমাকে ব্যাপক সাপোর্ট দিয়েছেন। এই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।এই সাফল্য আমার একার নয়,এখানে তাদেরও অবদান রয়েছে।’

তিনি আরও বলেন, এবারের নির্বাচনে সবাই যদি দল মত নির্বিশেষে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তবে আগামিতে সন্দ্বীপবাসীর জন্য অভূতপূর্ব কল্যাণ সাধিত করতে পারবো।

কাজী মঞ্জুরুল আলমের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আরিফ আলী, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুর রহমান, মনিরুল হুদা বাবন, রেজাউল করিম, চেরি ব্লুসমস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ও চেয়ারম্যান ড. সালেহা কাদের, একুশে টেলিভিশনের প্ল্যানিং এডিটর সাইফ ইসলাম দিলাল, ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সহ সভাপতি শওকত হোসেন সেবক, ব্যাংকার কামাল পাশা, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের পরিচালক ডা. সাহেদুর রহমান, মুক্তিযোদ্ধা হেদায়েতুল ইসলাম মিন্টু, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক অধ্যাপিকা হান্নানা বেগম, আওয়ামীলীগ নেতা এডভোকেট আনোয়ারুল কবির।

বক্তারা বলেন, আসন্ন ৩০ ডিসেম্বর অন্য কোন সময়ের মতো নয়। এটি ’৭০ এর নির্বাচনের চেয়ে কোন অংশে কম গুরুত্বপূর্ণ নয়। কারণ এই নির্বাচনের মাধ্যমে টিকে থাকার প্রশ্ন জড়িত। উন্নয়ন অবকাঠামোতে দেশকে বদলে দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে আগুন সন্ত্রাসীদের রুখে দিতে হবে। সেই সাথে জননেত্রি শেখ হাসিনা হাতকে শক্তিশালী করে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করার আবারও সুযোগ করে দিতে হবে।

কেআই// আরকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি