ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপের জনপ্রিয় ডাক্তার সাখাওয়াত উল্লাহ আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ২৯ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপের জনপ্রিয় একজন মানুষ ডাক্তার সাখাওয়াত উল্লাহ। তিনি শুধু দ্বীপবাসীর ডাক্তারই ছিলেন না, ছিলেন একজন পেশাদারিত্ব ও মানবিকতার এক অনন্য উদাহরণ। উপজেলার চিকিৎসা সেবার মাধ্যমে তিনি দ্বীপবাসীর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত তিনটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃতু্বরণ করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে পুরো সন্দ্বীপে শোকের ছায়া নেমে এসেছে। 

জানা গেছে,  গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের হালিশহরের ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন। পরে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ মসজিদ প্রাঙ্গণে বাদ আছর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে কাতালগঞ্জ কবরস্থানে দাফন করা হয়। 

ডাক্তার সাখাওয়াত উল্লাহ চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে সুনামের সহিত দায়িত্বপালন করেছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (BITID), ফৌজদারহাট, চট্টগ্রামে কর্মরত ছিলেন। 

এলাকাবাসী জানান, তার মৃত্যুতে এলাকার মানুষের অভাবনীয় ক্ষতি হয়েছে। তারা জানান, ডাক্তার সাখাওয়াত উল্লাহর আত্মত্যাগের গল্প অনেকেরই জানা। তিনি ছিলেন সন্দ্বীপের গণমানুষের ডাক্তার, যেখানে প্রতি সপ্তাহে তিনদিন দ্বীপের বিভিন্ন এলাকার রোগীদের সেবা দিতে নিজেকে উৎসর্গ করতেন। বর্ষা, খারাপ আবহাওয়া বা অন্য কোনও বাধা এলেও, তিনি তার দায়িত্ব থেকে কখনও পিছু হটেননি। তাঁর যাতায়াতের পন্থা ছিল অভাবনীয়, মাল বোট বা কাঠের বোটের কেবিনে বসে যাতায়াত করতেন সন্দ্বীপে। এভাবে তিনি প্রতিদিন রোগীদের সেবা দিতে দ্বীপের বিভিন্ন এলাকায় ছুটে যেতেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি