সন্দ্বীপে অপহৃত স্কুল ছাত্র জারিফ উদ্ধার
প্রকাশিত : ১৯:৪২, ২২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:১৩, ২৩ নভেম্বর ২০১৮
সন্দ্বীপে অপহৃত স্কুল ছাত্র মো. আওসাফ হোসেন জারিফ (৮) কে উদ্বার করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রহমত মাঝির বাড়ি থেকে পুলিশ ও এলাকাবাসির যৌথ অভিযানে শিশু জারিফকে উদ্বার করা হয়।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল (বুধবার) রাতে অপহরণকারিরা জারিফদের ঘরের সামনে একটি প্যাকেট রেখে যায়। ওই প্যাকেটে ছিলো জারিফের স্কুল ড্রেস ও একটা হাতে লেখা চিঠি। চিঠিতে লেখা ছিলো "জারিফ আমাদের কাছে আছে। আপনাদের অভিযান বন্ধ করেন। তা না হলে জারিফের লাশ পাবেন। আগামীকাল সন্ধ্যায় ৪ লক্ষ টাকা রেডি রাখবেন ‘’ নির্দিষ্ট একটি নাম্বার দেওয়া হয় সেই চিঠিতে। এবং টাকা পেলে তাকে জীবিত অবস্থায় ফেরত দিবে বলে জানান তারা।
চিঠি পাওয়ার পর জারিফের বাবা ন্যাশনাল ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ জ্যাকব সন্দ্বীপ থানার ওসি শাহজাহানকে অবহিত করেন। সকালে ওসি তাৎক্ষণিক কয়েকজন পুলিশ ফোর্স জারিফদের বাড়িতে পাঠিয়ে দেন। সেখানে পুলিশ ও এলাকাবাসীর মধ্যে উদ্ধার অভিযানের বিষয়ে যৌথ আলোচনা হয়।
অপহরণ কারিদের দেওয়া মোবাইল নাম্বার ডায়াল করে সেইভ করলে ইমু আইডির সন্ধান পাওয়া যায়। নাম্বারটি ওপেন করা নাম ছিলো তাহমিনা আক্তারের নামে।
মোবাইল নাম্বারটি দিয়ে তার সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। মিলে যায় তাহমিনার সিম রেজিস্ট্রেশনের সাথে তার নাম। এরপর বেরিয়ে আসে তাহমিনার যাবতীয় তথ্য। তথ্য মোতাবেক প্রশাসন ও উদ্ধারকারি টিম সকালে বাড়িটি ঘেরাও করে।
সন্দ্বীপ থানার এস এই হেলাল এবং এলাকার উদ্ধারকারি টিমের সদস্য হান্নান তারেক, ফিরোজ খান পাবেল,জাহিদ শাকিল ও মাওলা মেম্বারসহ তাহমিনার বাড়িতে প্রবেশ করে। সেখানে তাহমিনাকে হাতেনাতে ধরা হয় এবং ঘর তল্লাশি করে জারিফকে উদ্বার করা হয়।
শিশু জারিফ উদ্বার প্রসঙ্গে সন্দ্বীপ থানার ওসি শাহজাহান পিপিএম বলেন, জনগণের সহযোগিতার কারণে জারিফকে সুন্দরভাবে উদ্বার করা সম্ভব হয়েছে। সে এখন ভালো আছে। পরিবারের কাছে ফিরে গেছে। এই জন্য আমি সন্দ্বীপের জনগণকে ধন্যবাদ জানাই।
এই অপহরণের পেছনে কোন সংঘবদ্ধ চক্র জড়িত আছে কিনা জানতে চাইলে ওসি একুশে টেলিভিশন অনলাইনকে বলেন, এই শিশু অপহরণের পেছনে দিদার ও মনির জড়িত আছে। বিস্তারিত জানতে তাহমিনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য মো. আওসাফ হোসেন জারিফ স্থানীয় আইল্যান্ড কিন্ডারগার্টেন স্কুলে প্রথম শ্রেণীর শিক্ষার্থী। গত ২০ নভেম্বর দুপুর ১২ টার সময় বোরকা পরা একজন মহিলা নানী পরিচয় দিয়ে স্কুল ভ্যান থেকে সিএনজিতে তুলে নেয়। দুপুর গড়িয়ে গেলে জারিফ বাড়িতে ফিরে না আসায় তার পরিবার ও স্বজনরা তাকে খুঁজতে শুরু করে। খোঁজ না পেয়ে তার পিতা মো. জ্যাকব থানায় একটি অপহরণ মামলা করে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ জারিপের সংবাদ ছড়িয়ে পড়লে দেশে- বিদেশে অবস্থানরত মানুষ উদ্বেগ প্রকাশ করে। এরফলে জারিফকে উদ্ধার করতে স্থানীয় শতশত তরুণ এগিয়ে আসে। অবশেষে প্রশাসন ও স্থানীয় মানুষদের আপ্রাণ চেষ্টায় বৃহঃপতিবার সময় বেলা সাড়ে ১১ টায় স্কুলছাত্র জারিপকে রহমত মাঝির বাড়ি থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে দিয়ে সবার উৎকণ্ঠা ও উদ্বেগের অবসান ঘটে।
কেআই/এসি
আরও পড়ুন