সন্দ্বীপে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
প্রকাশিত : ১৯:৫৪, ২৫ আগস্ট ২০১৮
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও জনকল্যাণমূলক সংগঠন মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ‘মাদক নিয়ন্ত্রণ ও রোধে সমাজের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় ফাউন্ডেশনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহফুজুর রহমান মিতা।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক কাজী শামসুল আহসান খোকনের সঞ্চালনায় ও মগধরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আনোয়ার হোসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা স্বাস্থ্য অফিসার ডা. ফজলুল করিম, সন্দ্বীপ থানার এস আই হেলাল উদ্দিন, পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার আবদুল মান্নান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা বলেন, ‘মাদক বর্তমানে একটি ভয়াবহ সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। তরুণ সমাজের বিশাল একটি অংশ এ ব্যাধিতে আক্রান্ত। এ ভয়াবহ ব্যাধির কড়াল গ্রাস থেকে আমাদের তরুণদের রক্ষা করতে সামাজিক সচেতনতা ও সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই।
তিনি আরও বলেন, প্রশাসনকে এ ব্যাপারে জিরো টলারেন্সে অবলম্বনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তাই প্রতিটি পাড়া মহল্লায় মাদকাসক্ত তরুণদের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতারও উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিষয়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাষ্টার ছায়েদুল হক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মু. রেজাউল করিম, সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মাস্টার গোলাম মোস্তফা, সন্দ্বীপ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস কামাল বাবু, সাংবাদিক চারু মিল্লাত, সাবেক ছাত্রলীগনেতা কাজী মনজুরুল আলম,সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহফুজুর রহমান সুমন ও সন্দ্বীপ ছাত্র ফোরাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক আবদুর রহিম রাহাত প্রমুখ।
কেআই/ এমজে
আরও পড়ুন