ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সন্দ্বীপ সোসাইটি কাতারের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

কাতার প্রতিনিধি

প্রকাশিত : ০০:২২, ২১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০০:২৭, ২১ ডিসেম্বর ২০২৩

মহান বিজয় দিবস ও কাতারের জাতীয় দিবস উদযাপন করেছে সন্দ্বীপ সোসাইটি, কাতার। এ উপলক্ষে আনন্দ ভ্রমণ, মিলনমেলা ও পুরুস্কার বিতরণ করা হয়।

সোমবার স্থানীয় সময় দুপুরে দেশটির পর্যটন নগরী সিমা ইসমা বিচ ফ্যামিলি পার্কে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী একঝাঁক তরুণ।

সন্দ্বীপ সোসাইটি কাতারের আহবায়ক তরুণ ব্যবসায়ী রিদওয়ানুল বারী পারভেজ এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক সোহেল রানা তৈয়বের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব হোসেন আল জাহিদ সুমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতারের সভাপতি সাংবাদিক আকবর হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা মোহাম্মদ ইয়াকুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শিপন, বেলাল উদ্দিন বিপ্লব, মীর আফসার।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাবেদ হোসেন, শহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন, মোহাম্মদ আনোয়ার, আকবর চৌধুরী, সাইফুল ইসলাম ও মাসুদুর রহমান সহ অনেকে।

অনুষ্ঠান শেষে গান, কবিতা আবৃত্তি ও খেলাধুলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সোসাইটির নেতৃবৃন্দরা।

কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি