সন্ধ্যা মুখোপাধ্যায় ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ
প্রকাশিত : ১৩:১২, ১৬ ফেব্রুয়ারি ২০২২
আধুনিক বাংলা গানের কিংবদন্তী সংগীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুতে শুধু ভারতই নয়, কাঁদছে বাংলাদেশও। কারণ মহান মুক্তিযুদ্ধে সন্ধ্যা মুখোপাধ্যায়ের অবদান অবিস্মরণীয়। স্বাধীন বাংলাদেশের অন্যতম প্রথম বিদেশি শিল্পীও তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম একুশে ফেব্রুয়ারির উদযাপন উপলক্ষে ঢাকায় পল্টন ময়দানের একটি উন্মুক্ত কনসার্টে অনুষ্ঠান করেছিলেন তিনি।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে পরোক্ষভাবে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। ১৯৭১ সালে ভারতে আশ্রয় নেয়া শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ থেকে শুরু করে বাংলাদেশের জন্য বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তোলা, সবকিছুতে সরাসরি অংশ নেন তিনি।
এছাড়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জন্য দেশাত্মবোধক গান রেকর্ড করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও গান গেয়েছেন তিনি।
১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে ফিরে আসেন স্বাধীন বাংলার মাটিতে। আবিদুর রহমানের লেখা এবং সুধিন দাস গুপ্তের সংগীতায়োজনে জাতির জনকের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে স্মরণীয় করতে সন্ধ্যা মুখোপাধ্যায় সেই সময়ে গেয়েছিলেন ‘বঙ্গবন্ধু ফিরে এলে’ শিরোনামের গান। ১৯৭২ সালের ১০ জানুয়ারি গানটি প্রথম প্রচারিত হয় আকাশ বাণীতে।
উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়েন প্রবীণ এই শিল্পী। প্রথমে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ১৩ মিনিটে টুইট করে মৃত্যুর খবরটি জানিয়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল সংসদ সদস্য শান্তনু সেন।
সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্ম কলকাতার ঢাকুরিয়াতে, ১৯৩১ সালে। ছয় ভাই-িবোনের মধ্যে তিনি ছিলেন সকলের ছোট। ছোট থেকেই সুরের প্রতি ছিল তার এক অদ্ভুত ঝোঁক।
এমএম/