ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সন্ধ্যা সাড়ে ছয়টায় একুশের পর্দায় ‘ক্রেজি সকার’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২০ নভেম্বর ২০২২ | আপডেট: ১৫:৩৬, ২০ নভেম্বর ২০২২

বিশ্বকাপ ফুটবল ২০২২ উপলক্ষ্যে প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে একুশে টেলিভিশনের পর্দায় প্রচারিত হবে ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক নিবেদিত অনুষ্ঠান ‘ক্রেজি সকার’।

রুশো রকিবের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কচি খন্দকার। এই অনুষ্ঠানে মূলত প্রতিটি এপিসোডে একজন অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। এবং পুরো অনুষ্ঠানজুড়ে অতিথির সাথে উপস্থাপকের আলোচনা হবে, যার বিষয়বস্তু ফুটবল খেলা। 

এই অনুষ্ঠানের প্রথম এপিসোড প্রচারিত হবে ওয়ার্ল্ডকাপ ফুটবল ২০২২ এর পর্দা উন্মোচনের দিন অর্থাৎ আজ রোববার সন্ধ্যা ৬.৩০ মিনিটে। প্রথমদিনের অতিথি তারিক আনাম খান। 

অনুষ্ঠানের শুটিং চলাকালে তিনি ফুটবল নিয়ে তার স্মৃতিচারণ করেন। বলেন, তিনি শৈশবে জাম্বুরা দিয়ে ফুটবল খেলা শুরু করেন। আর তার বাবা ম্যাচ রেফারির দায়িত্ব পালন করতেন।

বর্তমানে বাংলার মেয়েদের ফুটবল অর্জন ভীষণভাবে আনন্দিত করেছে বলেও জানান তিনি।

তিনি মনে করনে বাঙালির আবেগ জুড়ে আছে ফুটবলে। একদিন লাল সবুজের পতাকা নিয়ে বাংলাদেশ বিশ্ব ফুটবল আসরেও অংশ নিবেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি