ঢাকা, শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫

সপ্তাহটা কেমন যাবে, জেনে নিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩০, ২৩ এপ্রিল ২০২২

রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) রাশি…

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
এ সপ্তাহটা আপনার জন্য মোটামুটি ভাল খেতে পারে। আপনার কাজকর্মে প্রচেষ্টা বেশ কিছুটা বাড়তে পারে যার ফলশ্রুতিতে আপনার প্রাপ্তি যোগ ঘটতে পারে। তবে অনেক জাতক-জাতিকার ক্ষেত্রে বেশ পরিবর্তন পরিলক্ষিত হতে পারে। সুসময় যেমন উপভোগ করছেন তেমন একটু সতর্ক থাকাও প্রয়োজন। কারণ গুপ্ত শত্রু নতুন কোন চক্রান্তের চেষ্টা করতে পারে। প্রেম বা রোমান্সে সতর্কতা মেনে চলা ভাল।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
এ সপ্তাহে বৃষরাশির জাতক-জাতিকার জন্য নতুন কোন সুযোগ আসতে পারে। পূর্বে করা কোন কাজের সুফলও পেতে পারেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও নতুন নতুন সুযোগ আসতে পারে। মনের কোন গোপন স্বপ্ন বা আশা পূরণ হতে পারে। কারো কারো বেড়ানোর পরিকল্পনা সফল হতে পারে। তবে রাগ জেদ অভিমান সামলে রাখা উচিত। জেদের বসে কাজের ক্ষতি হতে পারে। প্রেম বা রোমান্সে সাবধানতা মেনে চলুন।

মিথুন (২১ মে-২০ জুন)
এ সপ্তাহে মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য ভ্রমণ পরিকল্পনা বা ধর্মীয় ভ্রমণের প্রস্তুতি তৈরি হতে পারে। সতর্ক না থাকলে অপ্রয়োজনীয় ব্যয় বাড়তে পারে। কারো কারো পরিবারে আত্মীয় স্বজনের আসা-যাওয়া বাড়তে পারে। এ সপ্তাহে রোমান্স তেমন শুভ নয়।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
এ সপ্তাহটি কর্কট রাশির জাতক-জাতিকার জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে পারে। নিজেকে সুন্দরভাবে মেলে ধরার কাজেকর্মে একাগ্রতার এবং নতুন সুযোগ গ্রহণ করবার এই তো উপযুক্ত সময়। সময়ের সুফল কাজে লাগাতে পারলে সপ্তাহটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারো কারো মনের কোণে ফুল ফুটতে পারে। বিয়ের কথাবার্তা চলতে পারে। প্রেম বা রোমান্স বেশ শুভ হতে পারে।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সিংহ রাশির জাতক-জাতিকার জন্য এ সপ্তাহটি মিশ্র ফলদায়ক হতে পারে। কোন ঘটনায় হঠাৎ মনে আঘাত পেতে পারেন। কারো পরিবারে ছোটখাট অশান্তি আপনাকে বিচলিত করতে পারে। ব্যবসা বাণিজ্য শুভ, আয় উন্নতি বাড়তে পারে। তবে বেশ কিছুটা সতর্কতার প্রয়োজন নইলে অহেতুক বাদ বিবাদে বিবর্ণ হতে পারেন। প্রেম বা রোমান্সে ব্যয় বাড়তে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
এ সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকাদের বলব খুব মেপে যুক্তি বুদ্ধির আলোকে চলুন। আপনার পরিকল্পনা ব্যর্থ হতে পারে। তবে কর্মস্থলে বা ব্যবসায়ে শুভ যোগ দেখা যায়। মনের অস্থিরতা বেড়ে যেতে পারে ফলে কাজকর্মে ভুল হয়ে ক্ষতি হতে পারে। ভুলের কারণে অহেতুক সময় নষ্ট হতে পারে। তবে শেস দুটো দিন বেশ শুভ, হাতে টাকা-পয়সা চলে আসতে পারে। প্রেমে সাবধান।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
এ সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের দুশ্চিন্তা বাড়তে পারে। প্রেম বা দম্পত্য চিন্তায় মন অস্থির হতে পারে। তবে ক্ষেত্র বিশেষে আপনার মান-সম্মান বাড়তে পারে। যারা মিডিয়াতে কাজ করেন তাদের জন্য খ্যাতি লাভের সম্ভাবনা বেশি। কারো কারো হাতে হঠাৎ অর্থ চলে আসতে পারে। যারা এখনও বেকার চেষ্টা করলে তাদের কর্মসংস্থান হতে পারে।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
এ সপ্তাহে বৃশ্চিকের জাতক জাতিকার দায় দাযিত্ব বেশ কিছুটা বেড়ে যেতে পারে। তবে সতর্কতার সাথে বুঝে সামলে দায়িত্ব পালন করুন নইলে আপনার অর্থ ক্ষতির যোগ রয়েছে। রাগ জেদ অভিমান থেকে নিজেকে একটু সামলে রাখুন। এর মাঝেও আপনার জন্য নানান সুযোগ তৈরি হতে পারে। তবে অবহেলার সুযোগ হারানো ঠিক হবে না। পরিবারে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করুন।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে নানামুখী কাজকর্মের ব্যস্ততা আপনাকে অস্থির করে তুলতে পারে। নানা বাধা বিঘ্নের মাঝেও সফলতার মুখ দেখবেন। কর্মস্থলে বা শিক্ষা প্রতিষ্ঠানে মনকষ্ট পেতে পারেন। নতুন বন্ধু বা সহযোগী লাভ করতে পারেন। চিন্তা বেড়ে যেতে পারে তবে পরিবেশ পরিস্থিতি আপনার অনুকূলেই থাকতে পারে। তবে কিছুটা সতর্ক না থাকলে আর্থিক ব্যয় বাড়তে পারে।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির বন্ধুদের এ সপ্তাহটা কিছুটা মিশ্র ফলদায়ক হতে পারে। কেউ কেউ নতুন কোন কাজকর্ম শুরু করতে পারেন। তবে বুঝে সামলে নিজেকে নিজের মত করে পরিচালনা করুন নতুবা বুদ্ধির ভুলে আর্থিক ক্ষতি হতে পারে। অহেতুক রাগ জেদ শত্রু সৃষ্টি করতে পারে। নতুন কোন চুক্তি স্বাক্ষরের পূর্বে যাচাই বাছাই করুন। রোমান্সে অর্থ ব্যয় বাড়তে পারে। এড়িয়ে চলতে পারলে ভাল।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
এ সপ্তাহটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফলদায়ক হতে পারে। হঠাৎ আর্থিক টানাপোড়েন তৈরি হতে পারে। প্রয়োজনীয় অর্থ যোগাড় কষ্ট হতে পারে। কিছু বিষয়ের চিন্তা-ভাবনা দুশ্চিন্তায় রূপায়িত হতে পারে। তবে নতুন যোগাযোগ শুভ এবং সপ্তাহের শেষ দিকে প্রাপ্তিযোগ রয়েছে, হাত-টাকা পয়সা চলে আসতে পারে। রোমান্সে ব্যয় বাড়তে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
এ সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের মানসিক চাপ বা উদ্বেগ বাড়তে পারে। পরিবারে সুখ শান্তির পরিবেশে বিঘ্ন ঘটতে পারে। শান্তি বজায় রাখুন। তবে পুরাতন কোন সমস্যার সমাধান হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তবে কারো কারো শরীর স্বাস্থ্য জ্বালাতন করতে পারে। বিশেষ করে পেটের দিকে নজর রাখুন। ব্যবসা বাণিজ্য স্বাভাবিক গতিতে চলবে। সপ্তাহের শেষ দিকে হাতে টাকা পয়সা চলে আসতে পারে।

-ড. বিশ্বজিৎ হালদার


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি