সপ্তাহব্যাপী গণসংগীত কর্মশালার সনদপত্র বিতরণ মঙ্গলবার
প্রকাশিত : ২৩:১৫, ৯ ডিসেম্বর ২০১৯
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত বছরব্যাপী অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষে ছয় শতাধিক প্রতিশ্রুতিশীল কন্ঠ ও নৃত্যশিল্পী নির্বাচন করা হয়। এদের মধ্য থেকে তিন শতাধিক প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে গত ২ ডিসেম্বর থেকে সাত দিনব্যাপী গণসংগীতের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
সাত দিনব্যাপী এ গণসংগীত বিষয়ক কর্মশালার সমাপনী উপলক্ষে আগামীকাল ১০ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী’র সভাপতিত্বে উপস্থিত থাকবেন সাত দিনব্যাপী কর্মশালার প্রশিক্ষক প্রখ্যাত গণসংগীত শিল্পী সিরাজুস সালেকিন।
সনদপত্র বিতরণ ও আলোচনা শেষে পরিবেশিত হবে প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে গণসংগীতানুষ্ঠান।
এনএস/
আরও পড়ুন