ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

সপ্তাহের শুরুতে কমেছে সূচক ও লেনদেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৪, ২৭ অক্টোবর ২০১৯

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার  ৭৫২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯০ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৬৮ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৫৭ কোটি ৮ লাখ টাকার। যা গত কার্যদিবস থেকে ৬৫ কোটি ৬১ লাখ টাকা কম। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩২২ কোটি ৬৯ লাখ টাকা।

আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে  ১৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৬১ পয়েন্টে। সিএসইতে টাকার অংকে ১১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ৪ পয়েন্ট। ১০টা ৪০ মিনিটে সূচক ২ পয়েন্ট বাড়ে। ১০টা ৪৫ মিনিটে সূচক গত কার্যদিবসের চেয়ে ৭ পয়েন্ট বাড়ে। ১০টা ৫০ মিনিটে সূচক ৯ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৫৫ মিনিটে সূচক ১১ পয়েন্ট বাড়ে।

এরপর সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে। ১১টায় সূচক মাত্র ৩ পয়েন্ট বাড়ে। ফের সূচক কমতে থাকে। সাড়ে ১১টায় সূচক কমে গত কার্যদিবসের ১৪ পয়েন্ট কমে যায়। আর বেলা ১২টায় সূচক ১৮ পয়েন্ট কমে দাঁড়ায় ৪ হাজার ৭৫৩ পয়েন্টে।

অন্যদিকে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করে এক হাজার ৬৭২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করে এক হাজার ৯৪ পয়েন্টে।

এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয় ১০৪ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৪টির, কমেছে ১৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টি কোম্পানির শেয়ারের দাম।

বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল টিউবস, বিকন ফার্মা, স্ট্যান্ডার্ড সিরামিকস, কেপিসিএল, মুন্নু স্টাফলারস, এমএল ডায়িং, এসকে ট্রিমার, নর্দান ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মা এবং ইস্টার্ন ইনস্যুরেন্স।

সিএসই
অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসসিএক্স) ১১ পয়েন্ট কমে ৮ হাজার ৮২১ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ২২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯১৬ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ১৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই'র শীর্ষ কোম্পানিগুলো হলো- এনভয় টেক্সটাইল, প্রগতী লাইফ ইনস্যুরেন্স, এমএল ডায়িং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, লিবরা ইনফিউশন, সন্ধানী ইনস্যুরেন্স, জাহিন স্পিনিং, ইউনাইটেড এয়ার, দেশবন্ধু ইন্ডাস্ট্রিজ এবং পিডিএল।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি