ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সবচেয়ে বয়স্ক খেলোয়াড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ৭ জুন ২০১৮

রাশিয়া বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৭ দিন বাকি। ২৮ বছরের অপেক্ষা ঘুচিয়ে বিশ্বকাপে উঠেছে মিসর। আর বিশ্বকাপে ‘বুড়ো’ তকমাটা পেতে যাচ্ছেন মিশরের এশেম আল হাদেরি।

আগের বিশ্বকাপটা দেখা হয়নি সালাহর। দেখবেন কীভাবে, বয়সই মাত্র ২৬! তবে ১৯৯০ সালে দেশের অংশ নেওয়া শেষ বিশ্বকাপটা এশেম আল হাদারি দেখেছেন নিশ্চিত। ৪৫ বছর বয়সী এই ফুটবলারের তখন ১৭ বছর বয়সী এক টগবগে তরুণ।

এবার যখন মিসর নামছে ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ খেলতে, এই হাদেরিই দিতে যাচ্ছেন দলের নেতৃত্ব। ১৯৭৩ সালের ১৫ জানুয়ারিতে জন্ম মিশরের গোলকিপার এশেম আল হাদেরির। তাই যেদিন মাঠে নামবেন, সেদিন তার বয়স হবে ৪৫ বছর পাঁচ মাস। তাহলে তিনিই হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়।

মজার ব্যাপার ২০১৮ সালের বিশ্বকাপে দ্বিতীয় ‘বুড়ো’ ফুটবলার রাফায়েল মারকেজের সঙ্গেও হাদেরিই বয়সের পার্থক্য ছয় বছর! তা ছাড়া সেনেগাল কোচ আলিও সিসে, সার্বিয়া কোচ ম্লাদেন ক্রিস্টাইজ ও বেলজিয়াম দলের দায়িত্বে থাকা রবার্তো মার্টিনেজের চেয়েও বয়সে বড় এই হাদেরি।

এর আগের রেকর্ড ছিল কলম্বিয়ার ফারিড মনড্রাগনের। তিনি ব্রাজিল বিশ্বকাপে খেলেছিলেন ৪৩ বছর তিন দিন বয়েসে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি