ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সবচেয়ে দ্রুতগতির ক্যামেরা ‘টি-কাপ’ আসছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৭, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১২:৫৬, ১৮ অক্টোবর ২০১৮

প্রযুক্তিতে মানুষ যত বেশি এগিয়ে যাচ্ছে, ততই এগিয়ে যাচ্ছে বিশ্ব। প্রতিযোগিতাময় এ বিশ্বে প্রতিনিয়তই আপডেট হচ্ছে। নতুন কিছু আবিষ্কারের সাথে সাথে পুরোনো গুলো স্বয়ংক্রিয়ভাবেই পিছনে পড়ে যাচ্ছে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ক্যামেরা আবিষ্কারের দাবি করেছে একদল গবেষক। ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজির গবেষকদের তৈরি এ ক্যামেরার নাম টি-কাপ।       

গবেষকরা বলছেন, প্রযুক্তিবিশ্বের সবচেয়ে দ্রুতগতির এ ক্যামেরার মাধ্যমে প্রতি সেকেন্ডে ১০ ট্রিলিয়ন ফ্রেম ধরা যায়। এ ক্যামেরা প্রযুক্তির ব্যবহারের ফলে সময়কে ফ্রেমে আটকে ফেলা যাবে, অর্থাৎ আলো অত্যন্ত ধীরগতিতে দেখা সম্ভব হবে।   

তাদের দাবি, আলো ও বস্তুর মধ্যে অধরা যে মিথস্ক্রিয়া রয়েছে তা এ ক্যামেরার উন্নয়নের মাধ্যমে শনাক্ত করা যাবে।  

বর্তমান ছবি তোলার পদ্ধতিতে আলট্রাশট লেজার পালস ব্যবহার করে জড় নমুনার ছবি তোলা যায়। তবে অনেক ক্ষণস্থায়ী বস্তুর ছবি তোলার ক্ষেত্রে এ পদ্ধতি উপযুক্ত নয়।

রিয়েল টাইমে ক্যামেরার মাধ্যমে ছবি তোলার গতির ক্ষেত্রে এটি রেকর্ড গড়েছে। এটি নতুন প্রজন্মের মাইক্রোস্কোপে ব্যবহার করা যেতে পারে। এছাড়া বায়োমেডিক্যাল, বস্তুবিজ্ঞানের মতো নানা কাজে ব্যবহার করা যাবে।    

গবেষক জিনইয়াং লিয়াং বলেন, ক্যামেরার গতি আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে। গতি বাড়ালে প্রতি সেকেন্ডে এক কোয়াড্রিলিয়ন (এক হাজার ট্রিলিয়ন) ফ্রেম ধরা সম্ভব হবে।    

এসি    

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি