সবচেয়ে সম্ভাবনাময় খাত আইটি : বাণিজ্যমন্ত্রী
প্রকাশিত : ১৯:৪৭, ৬ আগস্ট ২০১৭ | আপডেট: ১৫:২৪, ৮ আগস্ট ২০১৭
দেশের আইটি খাতকে সবচেয়ে সম্ভাবনাময় খাত বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, এই খাত থেকে ২০২১ সালে ৫ বিলিয়ন ডলার রপ্তানি করতে সক্ষম হব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয় আইটি সেক্টরকে অনেক দূরে নিয়ে গেছেন।
রোববার ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নে বাঘমারা সেতু উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন যৌথভাবে সেতুটি উদ্বোধন করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দিন দিন আমাদের রপ্তানি প্রবৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হয়েছে। আন্তর্জাতিক বিশ্বে আমাদের পাটের ব্যাপক চাহিদা রয়েছে। আইটি থেকে আমাদের অর্জন হবে, চামড়া থেকে হবে, পাট থেকে হবে। সব দিক থেকে আমাদের অর্জন বাড়বে।
তোফায়েল আহমেদ বলেছেন, আগামীতে ৪১ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বিশ্বের মন্দাভাব থাকা সত্ত্বেও আমাদের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। এই খাতে আমরা অবশ্যই সফল হব।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জামাতা মাশরুর হোসেন মিতু, জেলা প্রশাসক মো. সেলিমউদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু, পুলিশ সুপার মো. মোকতার হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন প্রমুখ।
আরকে/ডব্লিউএন
আরও পড়ুন