ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

সবজ্বির বাজার স্থিতিশীল থাকলেও কমেছে খাসির মাংসের দাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৯, ১৯ মে ২০১৭ | আপডেট: ১৯:৪২, ১৯ মে ২০১৭

রমজান আসার আগেই বেড়েছে ছোলা, ডাল আর চিনির দাম। সপ্তাহের শুরুতে আবারো সব ধরনের চালের দাম বেড়েছে  কেজি প্রতি বেড়েছে ১ থেকে ২ টাকা। শুক্রবারের মাছের বাজারও চড়া। সবজ্বির বাজার স্থিতিশীল থাকলেও কমেছে খাসির মাংসের দাম। এভাবে দাম বাড়তে থাকায় ক্রেতাদের আশঙ্কা রমজানে জিনিসপত্রের দাম আরো বাড়িয়ে দেবে ব্যবসায়ীরা।
রমজান আসতে খুব বেশি দেরি নেই। ইফতার সামগ্রী তৈরিতে যেসব পণ্য লাগে তার দাম এরইমধ্যে বেড়ে গেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মসুর ডালের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। ছোলা ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। বুটের ডালের দাম কেজিতে বেড়েছে ৫ টাকা।  তবে ভোজ্যতেলের বাজার আগের মতোই। অপরিবর্তিত আছে পেয়াজ-রসুন ও আদার দাম।
যোগান বেশি থাকলেও বেড়েছে মাছের দাম। বিশেষ করে ইলিশের বাজার বেশ চড়া।
এদিকে সরবরাহ ভালো থাকায় পটল-বেগুন, গাজর-শসাসহ সব ধরনের সবজ্বির দর নিয়ে সন্তুষ্ট ক্রেতারা।
তবে ব্রয়লার মুরগি আর গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও  খাসির মাংসের দাম কমেছে কেজিতে ৫০ টাকা।
তবে সব ধরনের চালের দাম বেড়েছে প্রতি বস্তায় ৫০ টাকা। বিক্রেতাদের অভিযোগ, মিলারদের কারসজিতে বেড়েছে চালের দাম।
রমজানে বাজার সহনশীল রাখতে মনিটরিং জোরদার করার দাবি ক্রেতাদের।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি