ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সবার শেষে কাতার পৌঁছলো নেইমারের ব্রাজিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২০ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শেষ দল হিসেবে নেইমারের নেতৃত্বে কাতারে পৌঁছেছে হট ফেবারিট ব্রাজিল। দক্ষিণ আমেরিকান জায়ান্টরা ইতালির তুরিন থেকে স্থানীয় সময় রাত ১১টায় এসে দোহায় পৌঁছায়। 

তুরিনে পাঁচদিনের কন্ডিশনিং ক্যাম্প করে দোহার উদ্দেশ্যে রওয়ান হয় তিতের দল। আত্মবিশ্বাসের তুঙ্গে থাকা নেইমাররা রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে কাতারে খেলতে এসেছে। 

রোববার সন্ধ্যায় আল আরাবি স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে ব্রাজিলের। আগামী বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে সেলেসাওরা।

বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় পিএসজির নেইমার এনিয়ে তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড ইতোমধ্যেই লিগ ওয়ান ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে এ মৌসুমে ১৯ ম্যচে ১৩ গোল ও ১১টি এ্যাসিস্ট করেছেন। 

২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছিল ব্রাজিল। ২০ বছর আগে সর্বশেষ বিশ্বকাপ জয়ে ব্রাজিলের হয়ে অবদান রেখেছিলেন রোনাল্ডো, রিভালডো, রোনালদিনহোরা।

টানা ১৫ ম্যাচে অপরাজিত থাকা ব্রাজিল ২০২১ সালে মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে সর্বশেষ পরাজিত হয়েছিল। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি