সবুজ শিল্পের অর্থনৈতিক অঞ্চল হবে মোংলায়
প্রকাশিত : ২০:৩৭, ২৮ জুন ২০১৯
মোংলার অর্থনৈতিক অঞ্চল হবে সবুজ শিল্পের। পরিবেশের জন্য ক্ষতিকর এমন শিল্প-কারখানা এখানে করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মূখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ।
শুক্রবার(২৮ জুন) দুপুরে মোংলা অর্থনৈতিক অঞ্চলের (বেজা) কার্যালয়ে শিল্প উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন,`সুন্দরবন আমাদের, তাই সুন্দরবনকে সুরক্ষা করার দায়িত্ব আমাদের সকলের।শিল্প আমাদের দরকার, তবে এমন শিল্প করতে হবে যেটি অর্থনৈতিক প্রবৃদ্ধির কাজে সহায়তা করবে, কিন্তু পরিবেশ ও সুন্দরবনের ক্ষতি করবে না।
এর আগে মূখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ রামপালে প্রস্তাবিত বিমানবন্দর ও কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের(বেজা)সচিব ড. গাজী আলা উদ্দিন, অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন এবং মোংলা উপজেলার নির্বাহী অফিসার রাহাত মান্নান ও রামপাল উপজেলার নির্বাহী অফিসার তুষার কুমার পাল।
কেআই/
আরও পড়ুন