ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব গুজব : হাওলাদার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২১, ৯ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় পার্টিতে কোনো বিভক্তি নেই। পার্টিতে দলাদলি-নেতৃত্বে কোন্দল নিয়ে যা ছড়ানো হয়েছে সব গুজব ও মনগড়া বলে দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সভায় তিনি এসব কথা বলেন। ২০ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির মহাসমাবেশ সফল করতে দলীয় নেতাদের নিয়ে এক প্রস্তুতি সভায় পার্টির মহাসচিব এসব কথা বলেন।

আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে এমন আশা প্রকাশ করে রুহুল আমিন হাওলাদার বলেন, সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশ নেবে।

আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে জাতীয় পার্টি প্রস্তত এমনটি জানিয়ে তিনি বলেন, প্রার্থী তালিকা ২০ অক্টোবরের পর প্রকাশ করা হবে।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, জাতীয় পার্টির নেতা এরশাদ। আমরা সবাই ঐক্যবদ্ধ। এখানে কোনো বিভেদ নেই। সবাই দলের জন্য কাজ করছেন।

সভায় অঙ্গ সহযোগী সংগঠনসহ নগর জাপার নেতারা উপস্থিত ছিলেন।   

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি