ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা জনসনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ১৯ আগস্ট ২০১৮

শেষ পর্যন্ত ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অজি ফার্স্ট বোলার মিশেল জনসন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্যারিয়ারে দাড়ি টানলেও গত তিন বছর ধরে চালিয়ে গেছেন প্রিমিয়ার ক্রিকেট। তবে এবার সেখানেও দাড়ি টেনে দিলেন অস্ট্রেলীয় ক্রিকেটের এ ধ্রুবতারা।

এর আগে বিভিন্ন দেশে অনুষ্ঠেয় স্বল্প দৈর্ঘের ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও এবার পিছু হঠছেন তিনি। এ বিষয়ে জনসন বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিভিন্ন দেশের প্রিমিয়ার ক্রিকেট চালিয়ে যাব। কিন্তু আমি উপলব্ধি করলাম, এখনই ক্রিকেট ছাড়ার শ্রেষ্ঠ সময় আমার।’


পার্থ নাউ ওয়েবসাইটে লেখা এক আর্টিকেলে জনসন বলেন, আমার দেহ সঙ্কুচিত হয়ে আসছে। আমি মানষিকভাবে চাঙ্গা থাকলেও, শারীরিকভাবে আর আগের অবস্থায় নেই। আমি শতভাগ ক্রিকেট উপহার দিতে পারছি না। যেহেতু আমি দলকে শতভাগ দিতে পারবো না, তাই অবসরের সিদ্ধান্ত নিয়েছি।

সূত্র: বিবিসি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি