ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সব বিদেশী শ্রমিক নিয়োগ পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘোষণা মালয়েশিয়ার

প্রকাশিত : ২০:৪৩, ১২ মার্চ ২০১৬ | আপডেট: ২০:৪৩, ১২ মার্চ ২০১৬

Ekushey Television Ltd.

malayasiaসব বিদেশী শ্রমিক নিয়োগ পুরোপুরি বন্ধ করে দেয়ার ঘোষণা করেছে মালয়েশিয়া সরকার। এর ফলে আটকে গেলে ১৫ লাখ বাংলাদেশি শ্রমিক নিয়োগের প্রক্রিয়াও। শনিবার সকালে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদের বৈঠকে নেয়া এ সিদ্ধান্তের কথা জানান দেশটির উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ড. আহমেদ জাহিদ হামিদি। শ্রমিকের প্রয়োজনীয়তার ব্যাপারে সরকার সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান তিনি। তবে পরবর্তীতে নিয়োগের ক্ষেত্রে দেশি শ্রমিকদের পাশাপাশি অনুমতিপত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া শ্রমিকদের প্রাধান্য দেয়া হতে পারে বলে জানান। শ্রমিক বৈধতার ব্যাপারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকেও সতর্ক করেন তিনি। এর আগে গেল ১৯শে ফেব্র“য়ারি বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেয়ার ঘোষণা দেয় দেশটি। এ নিয়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারকও সই হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি