ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

সব রাজনৈতিক দলের সঙ্গে কাল বসবেন প্রধান উপদেষ্টা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ৩ ডিসেম্বর ২০২৪

দেশের বাইরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে জাতীয় ঐক্য চান প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে আগামীকাল বুধবার সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আজ মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে বসবেন এবং আগামী বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, জাতীয় ঐক্য সৃষ্টির লক্ষ্যে প্রধান উপদেষ্টা বুধবার (৪ ডিসেম্বর) ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবেন। পরের দিন বিভিন্ন ধর্মীয় সংগঠনের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
 
প্রেস সচিব আরও জানান, সন্ধ্যায়ও ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। বৈষম্যবিরোধী ও আন্দোলনে যুক্ত থাকা বিভিন্ন ছাত্র নেতারা বৈঠক করবেন প্রধান উপদেষ্টার সাথে।

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে ভারতীয় মিডিয়ায় মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন শফিকুল আলম।

তিনি বলেন, অনেক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিস ইনফরমেশন ছড়াচ্ছে। এক্ষেত্রে জাতীয় ঐক্যটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দায় চাপাবো ভারতীয় মিডিয়ার ওপর। তারা যাচাই না করে সংবাদ প্রচার করছে, যার প্রেক্ষিতে ভারতীয় জনগোষ্ঠী ক্ষেপে যাচ্ছে। ভারতীয় মিডিয়া আমাদের জাতিকে কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি