সব সূচক নিম্নমুখী, তবে বেড়েছে বিদেশি বিনিয়োগ (ভিডিও)
প্রকাশিত : ১২:০২, ২৪ নভেম্বর ২০২২ | আপডেট: ১২:১৩, ২৪ নভেম্বর ২০২২
অর্থনীতির প্রায় সব সূচক নিম্নমুখী। তবে উল্টো চিত্র বিদেশি বিনিয়োগে। অর্থবছরের প্রথম প্রান্তিকে এখাতে প্রবৃদ্ধি প্রায় ২৮ শতাংশ। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকায় এমন প্রবৃদ্ধি, বলছেন বিশেষজ্ঞরা। গতিশীলতা ধরে রাখতে জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ তাদের।
চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই-সেপ্টেম্বর সময়ে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে ১১৬ কোটি ডলার। আগের অর্থবছর একই সময়ে যা ছিল ৯০ কোটি ডলার। প্রবৃদ্ধি ২৮ শতাংশ।
অর্থনীতিবিদরা বলছেন, বিদেশি বিনিয়োগ আরও বাড়ানোর সুযোগ আছে। সহজ করতে হবে গোটা প্রক্রিয়া।
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, “আমাদের এফডিআইটা এক কোয়ার্টার দেখে জাজ করাটা হয়তো ঠিক হবে না। আমাদের সারাবছরেরটা দেখা উচিত। দ্বিতীয় হচ্ছে আমাদের প্রবৃদ্ধি ৩০-৪০ শতাংশ হয়, আসলে বেসিস লেবেলটা এতো ছোট যেটা আমাদের জাতীয় আয়ের তুলনায় খুবই কম। যেটা খুবই দুঃখজনক।”
দেশে সরকারি-বেসরকারি পর্যায়ে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠছে। প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন বিনিয়োগকে উৎসাহিত করবে। তবে ধরে রাখতে হবে রাজনৈতিক স্থিতিশীলতা, বলছেন বিশেষজ্ঞরা।
ড. আহসান এইচ মনসুর বলেন, “চট্টগ্রামে বঙ্গবন্ধু যে শিল্পনগরীটা হচ্ছে বড় পরিসরে এবং আরও কিছু ইকোনোমিক হতে যাচ্ছে। সেগুলোতে আস্তে আস্তে বিদেশি বিনিয়োগ বাড়ছে। সেদিক থেকে সামনে কিছুটা পরিবর্তন দেখবো বলে আশা করছি।”
পদ্মা সেতু যোগাযোগ খাতে আমূল পরিবর্তন এনেছে। অবকাঠামো খাতের চলমান প্রকল্পগুলো বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে। এক্ষেত্রে বিদ্যুৎ-জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ অর্থনীতিবিদদের।
এএইচ
আরও পড়ুন