ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মোংলা মাঝি সমবায় সমিতিতে দুর্নীতি

সভাপতির বিরুদ্ধে অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১০, ৭ ফেব্রুয়ারি ২০২০

মোঃ বাবুল হোসেন ওরফে সুদি বাবুল

মোঃ বাবুল হোসেন ওরফে সুদি বাবুল

Ekushey Television Ltd.

বাগেরহাটের মোংলায় যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির সভাপতির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেন ওরফে সুদি বাবুলের বিরুদ্ধে এ অভিযোগ করেন সমিতির অপর সদস্যরা। 

অভিযোগ সূত্রে জানা যায়, সমিতির ঘর ভাড়া বাবদ তিন লাখ ৭৫ হাজার, সমিতির বাকি পাঁচ কক্ষ ভাড়া বাবদ চার লাখ ৩২ হাজার, সাতটি ট্রলার থেকে প্রতি মাসে ১৫ লাখ ১২ হাজার, ৭০ জন সদস্যদের সঞ্চয় আদায় বাবদ সাত লাখ ৫৬ হাজার, সদস্যদের নিকট থেকে জোরপূর্বক জরিমানা আদায় বাবদ তিন লাখ, বিদ্যুৎ বিল বিল বাবদ ভাড়াটিয়া থেকে আদায় ৩০ হাজার, সদস্যদের কাছ থেকে আদায় পৌর ঘাট ডাক বাবদ ২০ লাখ, সমিতির এক সাবেক নেতার নিকট থেকে চেকের মাধ্যমে নেয়া ৩৬ হাজার এবং পৌরসভার ঘাট ইজারা বাতিলের জন্য সদস্যদের কাছ থেকে আদায় পাঁচ লাখসহ মোট ৫৯ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ করেছেন সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেন। 

উপজেলা প্রশাসনের কাছে সমিতির সদস্যদের লিখিত অভিযোগ থেকে জানা যায়, অদৃশ্য শক্তির ছায়ায় লোক দেখানো নির্বাচনের নামে ক্ষমতার দাপটে বাবুল হোসেন ওরফে সুদি বাবুলকে ২০১১ সালে মোংলা স্থায়ী ও অস্থায়ী বন্দর পারাপার যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির সভাপতি করা হয়। ক্ষমতা পেয়ে ওই সুযোগেই বেপরোয়া দুর্নীতি ও অনিয়ম করে বাবুল সমিতির অর্ধকোটিরও (৫৯ লক্ষ ৪১ হাজার) বেশি টাকা আত্মসাৎ করে। 

এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রাহাত মান্নান বলেন, অভিযোগ পেয়েছি। এর প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

এছাড়া, অর্থ আত্মসাতের অভিযোগে বাবুলের বিরুদ্ধে বাগেরহাট জেলা সমবায় কর্মকর্তার কাছে ৮৪ ধারায় তহবিল তছরুপের বিষয়টি তদন্ত করার জন্য আবেদন করা হয়। 

এদিকে, অর্থ আত্মসাতের বিয়য়ে যন্ত্রচালিত নৌকা মাঝি সমবায় সমিতির সভাপতি মোঃ বাবুল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, মোবাইলে এ বিষয়ে কথা বলব না। সাক্ষাতে কথা বলব জানিয়ে ফোন কেটে দেন তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি