ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

সমন্বয়ক নুসরাত তাবাসসুমের আপত্তিকর ভিডিও ফাঁসের দাবি মিথ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ২৩ জানুয়ারি ২০২৫

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সমন্বয়ক নুসরাত তাবাসসুমের নামে একটি আপত্তিকর ভিডিও ফাঁসের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার করা হয়েছে।

তবে নুসরাত তাবাসসুমকে নিয়ে প্রচারিত দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধান অনুযায়ী, ইন্টারনেট বা অ্যাডাল্ট ওয়েবসাইট থেকে একটি পুরোনো ভিডিও সংগ্রহ করে সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের একটি ছবি যুক্ত করে ভিডিওটি তার বলে প্রচার করা হয়েছে।

এক প্রতিবেদনে রিউমর স্ক্যানার জানায়,  ভিডিওটি নিয়ে অনুসন্ধান করতে গিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে বিভিন্ন পর্ণসাইটে প্রচারিত ভিডিওটি খুঁজে পাওয়া যায়। অন্তত ২০২২ সাল থেকে ভিডিওটি বিভিন্ন পর্ণ ওয়েবসাইটে রয়েছে বলে দেখা যায়। এসব ওয়েবসাইটে ভিডিওর নারীর কোনো পরিচয়ের উল্লেখ পাওয়া যায়নি।
 
এ ছাড়াও ভিডিওটি পর্যবেক্ষণে করে, ২০২২ সালের সমন্বয়ক নুসরাতের ছবির সাথে তুলনা করে ওই ভিডিওর নারীর সাথে নুসরাত তাবাসসুমের মুখমণ্ডলের মিল পাওয়া যায়নি বলে জানায় রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার বলছে, ইন্টারনেটের আ্যাডান্ট সাইটের একটি পুরনো ভিডিওকে নুসরাত তাবাসসুমের নামে প্রচার করা হয়েছে। সুতরাং, বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী নুসরাত তাবাসসুমের গোপন ভিডিও দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা ।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি