ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মোবাইল ফোন চুরি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৫, ১২ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুলাহর মোবাইল ফোন চুরি হয়েছে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার শহরের কলাতলীর কক্স হিলটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়।

পুলিশ জানায়, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। এরপর থেকেই ফোনটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য, কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় আন্দোলনের নিহতদের পরিবারের সাথে দেখা করতে সেখানে যান কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনা সভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন তিনি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি