‘সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন’
প্রকাশিত : ১০:০৯, ২৯ নভেম্বর ২০২৪
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তার বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে চট্টগ্রামে আদালতে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি চুনতি ফারাঙ্গা এলাকা থেকে ফেরার পথে গতকাল বুধবার চট্টগ্রামের লোহাগাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমের গাড়িবহরে থাকা একটি গাড়িতে একটি ট্রাক ধাক্কা দেয়। রাজধানীর যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক থেকে নামার সময় গুলিস্তানের টোলপ্লাজা এলাকায় হাসনাত আবদুল্লাহকে বহনকারী একটি গাড়িকে অন্য একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটাকে হালকাভাবে দেখার আসলে সুযোগ নেই। সমন্বয়করা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতিকে যেভাবে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালাচ্ছেন, জাতির বিবেককে যেভাবে জাগ্রত করছেন, এটা নিশ্চয়ই অনেকেরই স্বার্থে লাগবে।
সরকারের উপদেষ্টা জানান, সমন্বয়কদের নিরাপত্তা প্রয়োজন এটা বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের সভায় আলোচনা হয়েছে। তবে এটার ব্যাপারে বিস্তারিত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকার তাদের নিরাপত্তার বিষয়টি একেবারেই হালকাভাবে দেখছে না। এটার ব্যাপারে তদন্ত যেটা করার কথা, সেটা সরকারের যে দায়িত্বপ্রাপ্ত সংস্থা আছে, তারা কাজ করছে।
অন্তর্বর্তী সরকারের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার কোনো আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি উঠতে পারে। দাবি নিয়ে মানুষ কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধকে সরকার জড়িয়ে ফেলছে না। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার ব্যাপারে একটি আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতে পারেন, না-ও হতে পারেন। সেটি আদালত দেখবেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তসহ সমসাময়িক বিষয় নিয়ে এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপদেষ্টা মাহফুজ আলম।
রিজওয়ানা হাসান আরও বলেন, পত্রিকায় দেখেছেন ইসকনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তাদের সঙ্গে যাকে গ্রেফতার করা হয়েছে, তার কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, ইসকন নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে ছাত্রদল, ছাত্রশিবির, হেফাজত ও ছাত্রদের সর্বস্তরের জনতা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানানো হয়।
এদিকে বাংলাদেশে দেশদ্রোহিতার অপরাধে গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় এ নিয়ে বিবৃতি দেবেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
এসএস//
আরও পড়ুন